কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৭৯
আন্তর্জাতিক নং: ৩৮৭৯
 দুআর অধ্যায়
রাতে ঘুম ভেঙ্গে গেলে যে দু'আ পড়বে
৩৮৭৯। আবু বা ইবন আবু শায়বা (রাহঃ).....রাবীআহ ইবন কা'আব আল-আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) দরজার কাছেই শুতেন এবং তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে রাতের দীর্ঘ সময় سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ বলতে শুনতেন এর পর তিনি  سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ বলতেন।
كتاب الدعاء
بَاب مَا يَدْعُو بِهِ إِذَا انْتَبَهَ مِنْ اللَّيْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ رَبِيعَةَ بْنَ كَعْبٍ الأَسْلَمِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ يَبِيتُ عِنْدَ بَابِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ يَسْمَعُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ مِنَ اللَّيْلِ " سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ " . الْهَوِيَّ ثُمَّ يَقُولُ " سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ " .
বর্ণনাকারী: