কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৭৪
আন্তর্জাতিক নং: ৩৮৭৪
শয্যা গ্রহণকালের দু'আ
৩৮৭৪। আবু বাকর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন শয্যা গ্রহণের মনস্থ করে, তখন সে যেন তার লুঙ্গীর ভিতরের বস্তু (জাঙ্গিয়া) খুলে ফেলে এবং তা দিয়ে তার বিছানা ঝেড়ে ফেলে। কেননা, সে জানে না যে বিছানায় কি রয়েছে, অতঃপর সে যেন তার কাছে শুয়ে যায়, ডান কাতে এরপর যেন বলেঃ

رَبِّ بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا حَفِظْتَ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

হে আমার রব! আপনারই সাহায্যে আমি আমার পার্শ্ব স্থাপন করছি এবং আপনারই সাহায্যে তা উঠাবো। এই সময়ে যদি আপনি আমার প্রাণ গ্রহণ করেন, তাহলে তার উপর রহম করবেন। আর যদি তাকে ফেরত পাঠাও তাহলে তাকে হিফাযত করবেন যেভাবে আপনি আপনার নেকবানদের হিফাযত করেছেন।
بَاب مَا يَدْعُو بِهِ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَضْطَجِعَ عَلَى فِرَاشِهِ فَلْيَنْزِعْ دَاخِلَةَ إِزَارِهِ ثُمَّ لْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ ثُمَّ لْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ثُمَّ لْيَقُلْ رَبِّ بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا حَفِظْتَ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৮৭৪ | মুসলিম বাংলা