কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৬৪
আন্তর্জাতিক নং: ৩৮৬৪
দু'আতে বাড়াবাড়ি করা নিষেধ
৩৮৬৪। আবু বাক্র ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু নু'আমাহ (রাহঃ) থেকে বর্ণিত, একদা আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) তার ছেলেকে বলতে শুনলেনঃ ইয়া আল্লাহ! আমি আপনার নিকট জান্নাতে প্রবেশ করার পর, জান্নাতের ডান দিকের শ্বেত প্রাসাদ প্রার্থনা করি। তখন তিনি বললেনঃ হে প্রিয় বৎস! আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা কর এবং জাহান্নাম থেকে পানাহ চাও, কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ অচিরেই এমন এক সম্প্রদায় হবে, যারা দু'আতে বাড়াবাড়ি করবে।
بَاب كَرَاهِيَةِ الِاعْتِدَاءِ فِي الدُّعَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَنْبَأَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَعَامَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ، يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الأَبْيَضَ عَنْ يَمِينِ الْجَنَّةِ، إِذَا دَخَلْتُهَا . فَقَالَ أَىْ بُنَىَّ سَلِ اللَّهَ الْجَنَّةَ وَعُذْ بِهِ مِنَ النَّارِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " سَيَكُونُ قَوْمٌ يَعْتَدُونَ فِي الدُّعَاءِ " .


বর্ণনাকারী: