কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৪৯
আন্তর্জাতিক নং: ৩৮৪৯
ক্ষমা ও নিরাপত্তার দু'আ
৩৮৪৯। আবু বাকর ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আওসাত ইবন ইসমাঈল বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ(ﷺ) যখন ওফাত হলো, তখন তিনি আবু বাকর (রাযিঃ) কে বলতে শুনেন : বিগত বছর আমার এই স্থানে রাসূলুল্লাহ দাড়িয়ে ছিলেন, অতঃপর তিনি কেঁদে দিলেন এবং বললেন : সত্যবাদিতাকে তোমরা আঁকড়ে ধর। কেননা, তা পুণ্যের সাথী, আর এ দু'টির অবস্থান জান্নাতে, তদ্রুপ মিথ্যাকে তোমরা পরিহার কর, কেননা, তা পাপাচারের সংগী, আর এদু'টির অবস্থান হলো জাহান্নামে এবং আল্লাহর কাছে সুমৃত্যু প্রার্থনা কর কেননা, ঈমানের পর কাউকে এমন কিছু দান করা হয়নি। যা সুস্থতা থেকে উত্তম হতে পারে, পরস্পর হিংসা বিদ্বেষ করো না এবং সম্পর্কোচ্ছেদ করো না, এবং একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও।
بَاب الدُّعَاءِ بِالْعَفْوِ وَالْعَافِيَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ سَمِعْتُ سُلَيْمَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ أَوْسَطَ بْنِ إِسْمَاعِيلَ الْبَجَلِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرٍ، حِينَ قُبِضَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَقَامِي هَذَا عَامَ الأَوَّلِ ثُمَّ بَكَى أَبُو بَكْرٍ ثُمَّ قَالَ " عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ وَسَلُوا اللَّهَ الْمُعَافَاةَ فَإِنَّهُ لَمْ يُؤْتَ أَحَدٌ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْمُعَافَاةِ وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَقَاطَعُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا " .


বর্ণনাকারী: