কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৪৭
আন্তর্জাতিক নং: ৩৮৪৭
সংক্ষিপ্ত ও সর্বাংগীন দু'আ
৩৮৪৭। ইউসুফ ইব্‌ন মুসা কাতান (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক লোককে রাসূলুল্লাহ(ﷺ) জিজ্ঞাসা করলেন: সালাতে তুমি কি বল? সে বললো: তাশাহহুদ পড়ি, অতঃপর আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে তাঁর কাছে পানাহ চাই। তবে আপনার ও মু'আযের দু'আ কত না উত্তম হবে। তিনি বললেন: আমরাও এধরনের দু'আই করে থাকি।
بَاب الْجَوَامِعِ مِنْ الدُّعَاءِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِرَجُلٍ ‏"‏ مَا تَقُولُ فِي الصَّلاَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَتَشَهَّدُ ثُمَّ أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ وَأَعُوذُ بِهِ مِنَ النَّارِ أَمَا وَاللَّهِ مَا أُحْسِنُ دَنْدَنَتَكَ وَلاَ دَنْدَنَةَ مُعَاذٍ ‏.‏ قَالَ ‏"‏ حَوْلَهُمَا نُدَنْدِنُ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৮৪৭ | মুসলিম বাংলা