কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৩৮
আন্তর্জাতিক নং: ৩৮৩৮
যা থেকে রাসূলুল্লাহ(ﷺ) পানাহ চেয়েছেন
৩৮৩৮। আবু বাকর ইব্‌ন আবু শায়বা ও আলী ইন মুহাম্মাদ (রাহঃ)........ আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) এসকল শব্দে দু'আ করতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই জাহান্নামের ফিতনা থেকে এবং জাহান্নামের আযাব থেকে এবং কবরের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে এবং সচ্ছলতার নিকৃষ্ট ফিনা থেকে এবং দারিদ্রের নিকৃষ্ট ফিনা থেকে এবং দাজ্জালের নিকৃষ্ট ফিত্না থেকে।
اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ
(হে আল্লাহ! আপনি আমার পাপ সমূহ ধুয়ে দিন বরফ ও শীলা স্বচ্ছ পানি দিয়ে এবং পাপসমূহ থেকে আমার হৃদয়কে পরিষ্কার করুন, যেমন সাদা কাপড় কে ময়লা থেকে পরিস্কার করেছেন এবং আমারও আমার পাপগুলোর মাঝে দূরত্ব সৃষ্টি করুন, যেমন দূরত্ব সৃষ্টি করেছেন মাশরিক ও মাগরিবের মাঝে। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই অলসতা থেকে, বার্ধক্য থেকে, গুনাহ থেকে এবং ঋণভার থেকে।
بَاب مَا تَعَوَّذَ مِنْهُ رَسُولُ اللهِ ﷺ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَدْعُو بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৮৩৮ | মুসলিম বাংলা