কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৩০
আন্তর্জাতিক নং: ৩৮৩০
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) তাঁর দু'আয় বলতেন : رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ আমার রব! আমকে সাহায্য করুন এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ আর আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ আমার পক্ষে কৌশল প্রয়োগ করুন এবং আমার বিপক্ষে যেন আপনার কৌশল প্রয়োগ না হয়। وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي আমাকে হিদায়াত দান করুন এবং হিদায়াতকে আমার জন্য সহজ করে দিন। এই তাঁর وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ এবং যে আমার বিরুদ্ধে লেগেছে, তার বিপক্ষে আমাকে সাহায্য করুন رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مُطِيعًا إِلَيْكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا – হে আমার রব! আমাকে সদা আপনার প্রতি কৃতজ্ঞ, সদা আপনাকে স্মরণকারী, সদা আপনাকেই ভয়কারী, আপনারই অনুগত, আপনাতেই পরিতৃপ্ত, আপনাতেই একাগ্র ও আহাজারিকারী رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي হে আমার রব! আমার তাওবা কবুল করুন এবং আমার পাপ মুছে দিন। وَأَجِبْ دَعْوَتِي এবং আমার ডাকে সাড়া দিন। وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَثَبِّتْ حُجَّتِي এবং আমার অন্তরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং জিহ্বা বিচ্যুতি মুক্ত করুন এবং আমার যুক্তিকে অবিচল করুন وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي এবং আমারহৃদয়ের বিদ্বেষ দূর করে দিন।
রাবী আবুল হাসান তানফিসী (রাহঃ) বলেন : আমি ওয়াকীকে জিজ্ঞাসা করলাম, এটা কি আমি বিতরের কুনূতে পড়ব? তিনি বললেন, হ্যাঁ।
রাবী আবুল হাসান তানফিসী (রাহঃ) বলেন : আমি ওয়াকীকে জিজ্ঞাসা করলাম, এটা কি আমি বিতরের কুনূতে পড়ব? তিনি বললেন, হ্যাঁ।
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، سَنَةَ إِحْدَى وَثَلاَثِينَ وَمِائَتَيْنِ حَدَّثَنَا وَكِيعٌ، فِي سَنَةِ خَمْسٍ وَتِسْعِينَ وَمِائَةٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ فِي مَجْلِسِ الأَعْمَشِ مُنْذُ خَمْسِينَ سَنَةً حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ الْجَمَلِيُّ فِي زَمَنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْمُكْتِبِ عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ " رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مُطِيعًا إِلَيْكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَثَبِّتْ حُجَّتِي وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي " . قَالَ أَبُو الْحَسَنِ الطَّنَافِسِيُّ قُلْتُ لِوَكِيعٍ أَقُولُهُ فِي قُنُوتِ الْوِتْرِ قَالَ نَعَمْ .
