কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৮২৬
আন্তর্জাতিক নং: ৩৮২৬
'লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ' প্রসংগে
৩৮২৬। ইয়াকূব ইব্ন হুমায়দ আল-আদানী (রাহঃ)..... হাযিম ইন হারমালা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী(ﷺ) -এর কাছ দিয়ে গেলাম, তখন তিনি আমাকে বললেন : হে হাযিম! তুমি বেশী বেশী করে “লা-হওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ” এই কালেমাটি পড়বে। কেননা, তা হলো জান্নাতের গুপ্তধন।
بَاب مَا جَاءَ فِي لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْنٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي زَيْنَبَ، مَوْلَى حَازِمِ بْنِ حَرْمَلَةَ عَنْ حَازِمِ بْنِ حَرْمَلَةَ، قَالَ مَرَرْتُ بِالنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ لِي " يَا حَازِمُ أَكْثِرْ مِنْ قَوْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَإِنَّهَا مِنْ كُنُوزِ الْجَنَّةِ " .


বর্ণনাকারী: