কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৮০৫
আন্তর্জাতিক নং: ৩৮০৫
আদব - শিষ্টাচারের অধ্যায়
প্রশংসাকারীর ফযীলত
৩৮০৫। হাসান ইব্‌ন আলী আল-খাল্লাল (রাহঃ)...আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখনই আল্লাহ কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন এবং সে 'আল-হামদুলিল্লাহ' বলে, তখন যা সে আল্লাহকে দিল (অর্থাৎ হামদ), আল্লাহর কাছ থেকে নিল (অর্থাৎ নিয়ামত), তার থেকে উত্তম।
كتاب الأدب
بَاب فَضْلِ الْحَامِدِينَ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا أَنْعَمَ اللَّهُ عَلَى عَبْدٍ نِعْمَةً فَقَالَ الْحَمْدُ لِلَّهِ ‏.‏ إِلاَّ كَانَ الَّذِي أَعْطَاهُ أَفْضَلَ مِمَّا أَخَذَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৮০৫ | মুসলিম বাংলা