কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৭৯৫
আন্তর্জাতিক নং: ৩৭৯৫
’’লা ইলাহা ইল্লাল্লাহ ’’ এর ফযীলাত
৩৭৯৫। হারুন ইব্‌ন ইসহাক হামদানী (রাহঃ)...... ইয়াহইয়া ইবন তালহার মা সু'দা মুবিয়্যাহ (রাহঃ) বলেন রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাতের পর উমার (রাযিঃ) একবার তালহার কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন উমার (রাযিঃ) তাঁকে বললেনঃ কি হয়েছে, তুমি বিষন্ন কেন? তোমার চাচাত ভাইয়ের খিলাফত কি তোমার অপছন্দ হচ্ছে ? তালহা বললেনঃ না। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, এমন একটি কালেমা আমি জানি, যা যে কেউ মৃত্যুর সময় বললে তার আমলনামার জন্য সেটা নূর হবে। এবং নিঃসন্দেহে তার দেহ ও আত্মা মৃত্যুর সময় সেটার দ্বারা স্বস্তি লাভ করবে। সেটা আমি তাঁকে জিজ্ঞাসা করতে পারিনি, এরই মধ্যে তাঁর ওফাত হয়ে গেছে । উমার (রাযিঃ) বললেনঃ আমি সেটা জানি। এটা সেই কালেমা যা তিনি তাঁর চাচার কাছে (গ্রহণ করার) ইরাদা করছিলেন যদি তিনি জানতেন যে, সেই কালেমার চেয়েও অধিক নাজাত দানকারী কিছু আছে, তাহলে অবশ্যই চাচাকে তিনি সেটার কথা বলতেন ।
بَاب فَضْلِ لَا إِلَهَ إِلَّا اللهُ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، عَنْ مِسْعَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ أُمِّهِ، سُعْدَى الْمُرِّيَّةِ قَالَتْ مَرَّ عُمَرُ بِطَلْحَةَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ مَا لَكَ مُكْتَئِبًا أَسَاءَتْكَ إِمْرَةُ ابْنِ عَمِّكَ قَالَ لاَ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لاَ يَقُولُهَا أَحَدٌ عِنْدَ مَوْتِهِ إِلاَّ كَانَتْ نُورًا لِصَحِيفَتِهِ وَإِنَّ جَسَدَهُ وَرُوحَهُ لَيَجِدَانِ لَهَا رَوْحًا عِنْدَ الْمَوْتِ ‏"‏ ‏.‏ فَلَمْ أَسْأَلْهُ حَتَّى تُوُفِّيَ ‏.‏ قَالَ أَنَا أَعْلَمُهَا هِيَ الَّتِي أَرَادَ عَمَّهُ عَلَيْهَا وَلَوْ عَلِمَ أَنَّ شَيْئًا أَنْجَى لَهُ مِنْهَا لأَمَرَهُ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৭৯৫ | মুসলিম বাংলা