কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৭৮৪
আন্তর্জাতিক নং: ৩৭৮৪
কুরআনের সাওয়াব
৩৭৮৪। আবু মারওয়ান মুহাম্মাদ ইব্‌ন উসমান আল-উসমানী (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি আল্লাহ তা'আলা বলেছেনঃ সালাতকে আমি আমার ও বান্দার মাঝে দু'ভাগে ভাগ করে নিয়েছি। এর অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আর আমার বান্দা যা প্রার্থনা করবে তাই পাবে। (রাবী) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যখন তোমরা পড়ো, বান্দা যখন বলে الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আল্লাহ তা'আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর আমার বান্দা যা প্রার্থনা করেছে, তাই সে পাবে। সে যখন বলেঃ الرَّحْمَنِ الرَّحِيمِ তখন তিনি বলেনঃ আমার বান্দা আমার স্তুতি করেছে, আর আমার বান্দা যা প্রার্থনা করেছে, তা সে পাবে। সে যখন বলেঃ مَالِكِ يَوْمِ الدِّينِ তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে । এতটুকু হলো আমার জন্য আর এই আয়াতটা আমার ও আমার বান্দার মাঝে অর্ধেক করে। অতঃপর বান্দা যখন বলেঃ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ এটা হলো আমার ও আমার বান্দার মাঝে, আমার বান্দা যা প্রার্থনা করবে, তাই সে পাবে। সূরার শেষ অংশটুকু হলো আমার বান্দার জন্য। বান্দা যখন বলেঃاهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ

এ অংশটুকু হলো আমার বান্দার জন্য আর আমার বান্দা যা প্রার্থনা করবে, তাও সে পাবে।
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي شَطْرَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ ‏(الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ)‏ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ حَمِدَنِي عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏.‏ فَيَقُولُ ‏(الرَّحْمَنِ الرَّحِيمِ)‏ فَيَقُولُ أَثْنَى عَلَىَّ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏.‏ يَقُولُ ‏(مَالِكِ يَوْمِ الدِّينِ )‏ فَيَقُولُ اللَّهُ مَجَّدَنِي عَبْدِي فَهَذَا لِي وَهَذِهِ الآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ يَقُولُ الْعَبْدُ ‏(إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ)‏ يَعْنِي فَهَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ وَآخِرُ السُّورَةِ لِعَبْدِي يَقُولُ الْعَبْدُ ‏(اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ)‏ فَهَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৭৮৪ | মুসলিম বাংলা