কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৭৭৩
আন্তর্জাতিক নং: ৩৭৭৩
এক বাহনে তিনজনের আরোহন
৩৭৭৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বাসূলুল্লাহ (ﷺ) যখন কোন সফর থেকে আসতেন আমরা তাঁকে ইসতিকবাল করার জন্য (মদীনার বাইরে) যেতাম। রাবী বলেনঃ একবার আমি এবং হাসান কিংবা হুসায়ন গেলাম। তখন তিনি আমাদের একজনকে তার সামনে এবং অপর জনকে পিছনে বসালেন। এভাবে আমরা মদীনায় উপনীত হলাম।
بَاب رُكُوبِ ثَلَاثَةٍ عَلَى دَابَّةٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَاصِمٍ، حَدَّثَنَا مُوَرِّقٌ الْعِجْلِيُّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ تُلُقِّيَ بِنَا ‏.‏ قَالَ فَتُلُقِّيَ بِي وَبِالْحَسَنِ أَوْ بِالْحُسَيْنِ ‏.‏ قَالَ فَحَمَلَ أَحَدَنَا بَيْنَ يَدَيْهِ وَالآخَرَ خَلْفَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৭৭৩ | মুসলিম বাংলা