কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭৬৪
আন্তর্জাতিক নং: ৩৭৬৪
কবুতর খেলা
৩৭৬৪। আব্দুল্লাহ ইব্ন আমির ইবন যুরারা (রাহঃ)......আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) এমন এক ব্যক্তিকে দেখলেন যে, সে একটি পাখির পিছু নিয়েছে। অতঃপর তিনি বললেনঃ এক শয়তান আরেক শয়তানের পিছু নিয়েছে।
بَاب اللَّعِبِ بِالْحَمَامِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَظَرَ إِلَى إِنْسَانٍ يَتْبَعُ طَائِرًا فَقَالَ " شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانًا " .
