আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩১২৫
১৯৪৯. গনীমত তাদের জন্য, যারা অভিযানে হাযির হয়েছে
২৯০৫। সাদ্কা (রাহঃ) .... যায়দ ইবনে আসলাম (রাহঃ)- এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) বলেছেন, যদি পরবর্তী মুসলিমদের ব্যাপার না হতো, তবে যে জনপদই বিজিত হতো, তাই আমি সেই জনপদবাসীদের মধ্যে বণ্টন করে দিতাম, যেমন নবী (ﷺ) খায়বার এলাকা বণ্টন করে দিয়েছিলেন।
