কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৭৫০
আন্তর্জাতিক নং: ৩৭৫০
হাম্মামখানায় প্রবেশ করা
৩৭৫০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... আবু মালীহ হুযালী (রাহঃ) থেকে বর্ণিত যে, 'হিমস্' অঞ্চলের কিছু মহিলা আয়েশা (রাযিঃ)-এর সাক্ষাত প্রার্থনা করলো। তখন তিনি বলেনঃ সম্ভবত তোমরা সেই দলের, যারা হাম্মাম খানায় প্রবেশ করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে মহিলা স্বামী গৃহ ছাড়া অন্যত্র তার বস্ত্র খুলে রাখলো, সে তো তার ও আল্লাহর মাঝের পর্দা ছিড়ে ফেললো।
بَاب دُخُولِ الْحَمَّامِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ، أَنَّ نِسْوَةً، مِنْ أَهْلِ حِمْصَ اسْتَأْذَنَّ عَلَى عَائِشَةَ فَقَالَتْ لَعَلَّكُنَّ مِنَ اللَّوَاتِي يَدْخُلْنَ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ أَيُّمَا امْرَأَةٍ وَضَعَتْ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا فَقَدْ هَتَكَتْ سِتْرَ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ ‏"‏ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৭৫০ | মুসলিম বাংলা