কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭৩৮
আন্তর্জাতিক নং: ৩৭৩৮
কারো সন্তান না হতেই তার কুনিয়াত রাখা
৩৭৩৮। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ........ হামযাহ্ ইব্ন সুহায়েব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা উমার (রাযিঃ) সুহায়বকে বললেনঃ কি ব্যাপার তুমি আবু ইয়াহইয়া উপনাম কেন গ্রহণ করেছ? অথচ তোমার তো কোন সন্তান নেই। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার কুনিয়াত রেখেছেন আবু ইয়াহ্ইয়া।
بَاب الرَّجُلِ يُكْنَى قَبْلَ أَنْ يُولَدَ لَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ حَمْزَةَ بْنِ صُهَيْبٍ، أَنَّ عُمَرَ، قَالَ لِصُهَيْبٍ مَا لَكَ تَكْتَنِي بِأَبِي يَحْيَى وَلَيْسَ لَكَ وَلَدٌ . قَالَ كَنَّانِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِأَبِي يَحْيَى .


বর্ণনাকারী: