কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭১১
আন্তর্জাতিক নং: ৩৭১১
কোন লোকের কাউকে জিজ্ঞাসা করা, আপনি কিভাবে রাত প্রভাত করলেন ?
৩৭১১। আবু ইসহাক হারাবী, ইবরাহীম ইবন আব্দুল্লাহ ইব্ন আবু হাতিম (রাহঃ) …… আবু উসাইদ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্বাস ইব্ন আব্দুল মুত্তালিবদের ওখানে গিয়ে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ السَّلاَمُ عَلَيْكُمْ তারা উত্তরে বললেনঃ وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তোমরা কিভাবে রাত প্রভাত করেছ? তাঁরা বললেনঃ ভালোভাবেই আমরা আল্লাহর প্রশংসা করছি। ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি কিভাবে রাত প্রভাত করেছেন? তিনি বললেনঃ আমি ভালোভাবেই রাত প্রভাত করেছি, আমি আল্লাহর প্রশংসা করছি।
بَاب الرَّجُلِ يُقَالُ لَهُ كَيْفَ أَصْبَحْتَ
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ، إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ إِسْحَاقَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، حَدَّثَنِي جَدِّي أَبُو أُمِّي، مَالِكُ بْنُ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيُّ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَدَخَلَ عَلَيْهِمْ فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ " . قَالُوا وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ . قَالَ " كَيْفَ أَصْبَحْتُمْ " . قَالُوا بِخَيْرٍ نَحْمَدُ اللَّهَ فَكَيْفَ أَصْبَحْتَ بِأَبِينَا وَأُمِّنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " أَصْبَحْتُ بِخَيْرٍ أَحْمَدُ اللَّهَ " .
