কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়
হাদীস নং: ৩৬৪০
আন্তর্জাতিক নং: ৩৬৪০
আংটিতে খোদাই করা
৩৬৪০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)........ আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি তৈরী করালেন তারপর বললেনঃ আমি একটি আংটি তৈরী করিয়েছি এবং তাতে কিছু নক্শা করিয়েছি। সুতরাং এর অনুরূপ নক্শা কেউ যেন না করে।
بَاب نَقْشِ الْخَاتَمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ اصْطَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا فَقَالَ " إِنَّا قَدِ اصْطَنَعْنَا خَاتَمًا وَنَقَشْنَا فِيهِ نَقْشًا فَلاَ يَنْقُشَنَّ عَلَيْهِ أَحَدٌ " .
