কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ৩৬২৩
আন্তর্জাতিক নং: ৩৬২৩
মেহদীর খেযাব প্রসঙ্গে
৩৬২৩। আবু বাকর (রাহঃ)...... উসমান ইবন মাওয়াহব (রাহঃ) তিনি বলেন, (একদা) আমি উম্মে সালামা (রাযিঃ) এর কাছে গেলামঃ রাবী বলেনঃ তখন তিনি আমার সামনে রাসূলুল্লাহ (ﷺ)-এর চুলগুলির একটি চুল বের করলেন, যা মেহেদী ও নীল পাতা দ্বারা রঞ্জিত ছিল।
بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ ‏.‏ قَالَ فَأَخْرَجَتْ إِلَىَّ شَعَرًا مِنْ شَعَرِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَخْضُوبًا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৬২৩ | মুসলিম বাংলা