কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ৩৬১১
আন্তর্জাতিক নং: ৩৬১১
মৃত পশুর চামড়া শোধন করে ব্যবহার করা
৩৬১১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মু'মিনীনদের কারো একটি বকরী ছিল, সেটা মরে গেল, রাসূলুল্লাহ (ﷺ) সেটার পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ এই বকরীর মালিকরা তার চামড়াটা কাজে লাগালে তাদের কি কোন ক্ষতি হতো?
بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ سَلْمَانَ، قَالَ كَانَ لِبَعْضِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ شَاةٌ فَمَاتَتْ فَمَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَيْهَا فَقَالَ ‏ "‏ مَا ضَرَّ أَهْلَ هَذِهِ لَوِ انْتَفَعُوا بِإِهَابِهَا ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৬১১ | মুসলিম বাংলা