আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩১০৮
১৯৪৫. নবী (ﷺ)-এর বর্ম, লাঠি, তরবারী, পেয়ালা ও মোহর এবং তার পরবর্তী খলীফাগণ সে সব থেকে যা ব্যবহার করেছেন, আর তা যার বণ্টনের উল্লেখ করা হয়নি এবং তার চুল, পাদুকা ও পাত্র নবী (ﷺ)- এর ওফাতের পর তার সাহাবীগণ ও অন্যরা (বরকত হাসিলে) শরীক ছিলেন।
২৮৮৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আবু বুরদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রাযিঃ) একটি মোটা তালী বিশিষ্ট কম্বল বের করলেন আর বললেন, এ কম্বল জড়ানো অবস্থায়ই নবী (ﷺ)- এর ওফাত হয়েছে।
আর সুলাইমান (রাহঃ) হুমাইদ (রাহঃ) সূত্রে আবু বুরদা (রাহঃ) থেকে বাড়িয়ে বর্ণনা করেছেন যে, আয়িশা (রাযিঃ) ইয়ামানে তৈরী একটি মোটা তহবন্দ এবং একটি কম্বল যাকে তোমরা জোড়া লাগানো বলে থাকে, আমাদের কাছে বের করেন।
আর সুলাইমান (রাহঃ) হুমাইদ (রাহঃ) সূত্রে আবু বুরদা (রাহঃ) থেকে বাড়িয়ে বর্ণনা করেছেন যে, আয়িশা (রাযিঃ) ইয়ামানে তৈরী একটি মোটা তহবন্দ এবং একটি কম্বল যাকে তোমরা জোড়া লাগানো বলে থাকে, আমাদের কাছে বের করেন।
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে দুনিয়া থেকে বিদায়কালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে যে, তা ছিল একটি কম্বল ও মোটা লুঙ্গি। এটা যেন তাঁর এক দু'আরই প্রতিফলন। তিনি দু'আ করতেন-
اللهُمَّ أَحْيِنِي مِسْكِينًا, وَأَمِتْنِي مِسْكِينًا, وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ
হে আল্লাহ! আমাকে গরীবরূপে জীবিত রাখুন, গরীবরূপে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন গরীবদের দলেই আমার হাশর করুন।
তিনি সারা জীবন গরীব অবস্থায়ই কাটিয়েছেন। খাবার, পোশাক সব ক্ষেত্রেই সাদামাটাভাবে থেকেছেন। ওফাতকালে, যা কিনা তাঁর ইহজীবনের শেষ সময় এবং আল্লাহ তা'আলার সঙ্গে সাক্ষাতের জন্য শুভযাত্রার সূচনা, গরীবানা পোশাকেই থেকেছেন। এভাবে জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের জন্য যুহদের শিক্ষা রেখে গেছেন, যাতে উম্মত গরীবানা অবস্থাকে পসন্দ করে, ঐশ্বর্যের জন্য লালায়িত না থাকে এবং গরীবদের ভালোবাসে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দুনিয়ার ভোগ-বিলাসের জন্য লালায়িত হতে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত থাকা উচিত।
اللهُمَّ أَحْيِنِي مِسْكِينًا, وَأَمِتْنِي مِسْكِينًا, وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ
হে আল্লাহ! আমাকে গরীবরূপে জীবিত রাখুন, গরীবরূপে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন গরীবদের দলেই আমার হাশর করুন।
তিনি সারা জীবন গরীব অবস্থায়ই কাটিয়েছেন। খাবার, পোশাক সব ক্ষেত্রেই সাদামাটাভাবে থেকেছেন। ওফাতকালে, যা কিনা তাঁর ইহজীবনের শেষ সময় এবং আল্লাহ তা'আলার সঙ্গে সাক্ষাতের জন্য শুভযাত্রার সূচনা, গরীবানা পোশাকেই থেকেছেন। এভাবে জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের জন্য যুহদের শিক্ষা রেখে গেছেন, যাতে উম্মত গরীবানা অবস্থাকে পসন্দ করে, ঐশ্বর্যের জন্য লালায়িত না থাকে এবং গরীবদের ভালোবাসে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দুনিয়ার ভোগ-বিলাসের জন্য লালায়িত হতে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত থাকা উচিত।
