কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়
হাদীস নং: ৩৫৮০
আন্তর্জাতিক নং: ৩৫৮০
স্ত্রীলোকের পোশাকের আঁচলের দৈর্ঘ্য
৩৫৮০। আবু বাকর (রাহঃ).....উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হলোঃ নারী তার পোশাকের আঁচল কি পরিমাণ ঝুলিয়ে পরতে পারে? তিনি বললেনঃ এক বিঘত পরিমাণ। আমি বললামঃ তাহলে তো তার (পো) নিরাবরন থাকবে। তিনি বললেনঃ তাহালে এক হাত এর চাইতে অধিক নয়।
بَاب ذَيْلِ الْمَرْأَةِ كَمْ يَكُونُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَمْ تَجُرُّ الْمَرْأَةُ مِنْ ذَيْلِهَا قَالَ " شِبْرًا " . قُلْتُ إِذًا يَنْكَشِفَ عَنْهَا . قَالَ ذِرَاعٌ لاَ تَزِيدُ عَلَيْهِ " .
