কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ৩৫৬১
আন্তর্জাতিক নং: ৩৫৬১
যে সব পোশাক পরা নিষেধ
৪৫৬১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাযিঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু'ধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। প্রথমতঃ اشْتِمَالِ الصَّمَّاءِ অর্থাৎ শরীরের সাথে কাপড় এমন ভাবে লেপ্টে পরা, যাতে শরীরের ভাজ দেখা যায়। দ্বিতীয়তঃ احْتِبَاءِ অর্থাৎ এমনভাবে পড়া যাতে সতর খোলা থাকে।
بَاب مَا نُهِيَ عَنْهُ مِنْ اللِّبَاسِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ لِبْسَتَيْنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَالاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَأَنْتَ مُفْضٍ فَرْجَكَ إِلَى السَّمَاءِ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৫৬১ | মুসলিম বাংলা