কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়
হাদীস নং: ৩৫৫৬
আন্তর্জাতিক নং: ৩৫৫৬
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর লেবাস
৩৫৫৬। ইয়াহইয়া ইব্ন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইব্ন দীনার হিমসী (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) পশমী কাপড় পরে দেন, ছেড়া জুতা পরেছেন এবং মোটা কাপড়ও পরেছেন।
كتاب اللباس
بَاب لِبَاسِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ لَبِسَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الصُّوفَ وَاحْتَذَى الْمَخْصُوفَ وَلَبِسَ ثَوْبًا خَشِنًا خَشِنًا .