কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৫৪৪
আন্তর্জাতিক নং: ৩৫৪৪
কুন্ঠরোগ প্রসঙ্গে
৩৫৪৪। আমর ইবন রাফি (রাহঃ)...... শারীদ গোত্রের আর তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, সাকীফ গোত্রের প্রতিনিধি দলে জনৈক কুণ্ঠরোগী ছিল। নবী (ﷺ) লোক পাঠিয়ে তাকে বললেনঃ তুমি ফিরে যাও, আমি তোমার বাই'আত করে নিয়েছি।
بَاب الْجُذَامِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ رَجُلٍ، مِنْ آلِ الشَّرِيدِ يُقَالُ لَهُ عَمْرٌو عَنْ أَبِيهِ قَالَ كَانَ فِي وَفْدِ ثَقِيفٍ رَجُلٌ مَجْذُومٌ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " ارْجِعْ فَقَدْ بَايَعْنَاكَ " .


বর্ণনাকারী: