কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৫৩১
আন্তর্জাতিক নং: ৩৫৩১
তাবীজ ঝুলানো
৩৫৩১। আলী ইব্‌ন আবু খাসীব (রাহঃ)...... ইমরান ইবন হুমায়ুন (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক লোকের হাতে পিতলের কড়া দেখে জিজ্ঞাসা করলেনঃ এটা কি? লোকটি বললোঃ এটা তাবিজ। তিনি বললেনঃ খুলে ফেলো; এটা তো তোমাকে দুর্বল করে ফেলবে।
بَاب تَعْلِيقِ التَّمَائِمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُبَارَكٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً فِي يَدِهِ حَلْقَةٌ مِنْ صُفْرٍ فَقَالَ ‏"‏ مَا هَذِهِ الْحَلْقَةُ ‏"‏ ‏.‏ قَالَ هَذِهِ مِنَ الْوَاهِنَةِ ‏.‏ قَالَ ‏"‏ انْزِعْهَا فَإِنَّهَا لاَ تَزِيدُكَ إِلاَّ وَهْنًا ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৫৩১ | মুসলিম বাংলা