কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৫১৭
আন্তর্জাতিক নং: ৩৫১৭
 রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
সাপ ও বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক
৩৫১৭। উসমান ইব্ন আবু শায়বা ও হান্নান্দ ইব্ন সারী (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাপ ও বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন।
كتاب الطب
بَاب رُقْيَةِ الْحَيَّةِ وَالْعَقْرَبِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَخَّصَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الرُّقْيَةِ مِنَ الْحَيَّةِ وَالْعَقْرَبِ .