কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৫১৪
আন্তর্জাতিক নং: ৩৫১৪
যে সব ঝাড়ফুঁক সম্পর্কে অনুমতি রয়েছে
৩৫১৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)..... খালিদাহ বিনতে আনাম উম্মে বনু হাযম সাঈদিয়াহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) -এর নিকট আসেন এবং ঝাড়ফুঁক করার অনুমতি প্রার্থনা করেন। তখন তিনি তাকে তার অনুমতি দেন।
بَاب مَا رَخَّصَ فِيهِ مِنْ الرُّقَى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ خَالِدَةَ بِنْتَ أَنَسٍ أُمَّ بَنِي حَزْمٍ السَّاعِدِيَّةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَعَرَضَتْ عَلَيْهِ الرُّقَى فَأَمَرَهَا بِهَا .


বর্ণনাকারী: