কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৫১২
আন্তর্জাতিক নং: ৩৫১২
বদনযর সংক্রান্ত ঝাড়ফুঁক
৩৫১২। আলী ইব্‌ন আবু খাসীব (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে বদ-নযর থেকে ঝাড়ফুঁক করার নির্দেশ দিয়েছিলেন
بَاب مَنْ اسْتَرْقَى مِنْ الْعَيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، وَمِسْعَرٍ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَهَا أَنْ تَسْتَرْقِيَ مِنَ الْعَيْنِ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)