কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৫১০
আন্তর্জাতিক নং: ৩৫১০
বদনযর সংক্রান্ত ঝাড়ফুঁক
৩৫১০। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)..... উবাইদ ইবন রিফা যুরাকী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! জা'ফরের সন্তানদের বদনযর লেগেছে আপনি তাদের ঝাড়ফুঁক করে দিন। তিনি বললেনঃ আচ্ছা। (পরে বললেনঃ) কোন কিছু যদি তাকদীরকে অতিক্রম করতে পারতো, তাকে অতিক্রম করতে পারতো বদ-নযর।
بَاب مَنْ اسْتَرْقَى مِنْ الْعَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ، قَالَ قَالَتْ أَسْمَاءُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَنِي جَعْفَرٍ تُصِيبُهُمُ الْعَيْنُ فَأَسْتَرْقِي لَهُمْ قَالَ ‏ "‏ نَعَمْ فَلَوْ كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৫১০ | মুসলিম বাংলা