কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৫০০
আন্তর্জাতিক নং: ৩৫০০
মদকে ঔষধ রূপে ব্যবহার করা নিষিদ্ধ
৩৫০০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...তারিক ইবন ওয়াইল হাযরামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমাদের এলাকায় আঙ্গুর হয়, যা আমরা নিংড়াই, আমরা কি তা থেকে পান করব ? তিনি বললেনঃ না, (তা করোনা।) আমি পুনরায় বললামঃ আমরা রোগীর শিফার জন্য তা গ্রহণ করি। তিনি বললেনঃ তা শিফা নয়, বরং রোগ।
بَاب النَّهْيِ أَنْ يُتَدَاوَى بِالْخَمْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ أَنْبَأَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ عَنْ طَارِقِ بْنِ سُوَيْدٍ الْحَضْرَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّ بِأَرْضِنَا أَعْنَابًا نَعْتَصِرُهَا فَنَشْرَبُ مِنْهَا قَالَ لَا فَرَاجَعْتُهُ قُلْتُ إِنَّا نَسْتَشْفِي بِهِ لِلْمَرِيضِ قَالَ إِنَّ ذَلِكَ لَيْسَ بِشِفَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান