কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৪৬২
আন্তর্জাতিক নং: ৩৪৬২
গলার অসুখের ঔষধ এবং দাবানো সম্পর্কে নিষেধ
৩৪৬২। আবু বাকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইব্ন সাববাহ (রাহঃ)..... উম্মে কায়দ বিনতে মিহসান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার একপুত্র কে নিয়ে নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হলাম, এবং গলার অসুখের কারণে আমি তার গলা দাবাচ্ছিলাম, তখন তিনি বললেনঃ কেন তোমরা তোমাদের ছেলেদের (গলা) এভাবে দাবাও? এই আগর কাঠ তোমাদের ব্যবহার করা উচিৎ। কেননা তাতে সাত ধরনের শিফা রয়েছে। গলার ব্যথায় নাকের ছিদ্র পথে তা প্রবেশ করানো হবে এবং ফুসফুস ঝিল্লির প্রদাহে তা মুখে ঢেলে দিতে হবে।
আহমাদ ইবন আমর ইবন সারহ মিসরী (রাহঃ)...... উম্মে কায়স বিনতে মিহসান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আহমাদ ইবন আমর ইবন সারহ মিসরী (রাহঃ)...... উম্মে কায়স বিনতে মিহসান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
بَاب دَوَاءِ الْعُذْرَةِ وَالنَّهْيِ عَنْ الْغَمْزِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ دَخَلْتُ بِابْنٍ لِي عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَقَدْ أَعْلَقْتُ عَلَيْهِ مِنَ الْعُذْرَةِ فَقَالَ " عَلاَمَ تَدْغَرْنَ أَوْلاَدَكُنَّ بِهَذَا الْعِلاَقِ عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ يُسْعَطُ بِهِ مِنَ الْعُذْرَةِ وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ " .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ . قَالَ يُونُسُ أَعْلَقْتُ يَعْنِي غَمَزْتُ .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ . قَالَ يُونُسُ أَعْلَقْتُ يَعْنِي غَمَزْتُ .


বর্ণনাকারী: