কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৪৫৮
আন্তর্জাতিক নং: ৩৪৫৮
সালাত একটি শিফা
৩৪৫৮। জাফর ইবন মুসাফির (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) হিজরত করলে আমিও হিজরত করলাম। আমি সালাত আদায় করে তাঁর পাশে বসে পড়লাম। নবী (ﷺ) আমার দিকে তাকিয়ে বললেনঃ তোমার পেটে কি ব্যথা আছে? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তিনি বললেনঃ উঠ এবং সালাত আদায় কর। কেননা সালাতে শিফা রয়েছে।

আবুল হাসান কাত্তান (রাহঃ)-এর সূত্রে দাউদ ইব্‌ন উলবাহ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেনঃ (রাসূলুল্লাহ (ﷺ) বললেন) দারদ-ফারসী যার অর্থ তোমার পেটে কি ব্যথা হচ্ছে?
بَاب الصَّلَاةُ شِفَاءٌ
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا السَّرِيُّ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ذُؤَادُ بْنُ عُلْبَةَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ هَجَّرَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَهَجَّرْتُ فَصَلَّيْتُ ثُمَّ جَلَسْتُ فَالْتَفَتَ إِلَىَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ اشِكَمَتْ دَرْدْ ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَصَلِّ فَإِنَّ فِي الصَّلاَةِ شِفَاءً ‏"‏ ‏.‏
قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا ذُؤَادُ بْنُ عُلْبَةَ، فَذَكَرَ نَحْوَهُ وَقَالَ فِيهِ اشِكَمَتْ دَرْدْ ‏.‏ يَعْنِي تَشْتَكِي بَطْنَكَ بِالْفَارِسِيَّةِ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ حَدَّثَ بِهِ رَجُلٌ لأَهْلِهِ فَاسْتَعْدَوْا عَلَيْهِ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৪৫৮ | মুসলিম বাংলা