কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৪৫৪
আন্তর্জাতিক নং: ৩৪৫৪
কাম'আত (ব্যাঙের ছাতা বা মাসরূম) ও আজওয়া খেজুর
৩৪৫৪। মুহাম্মাদ ইব্‌ন সাববাহ (রাহঃ)...... সাঈদ ইব্‌ন যায়িদ ইবন আমর ইবন নুফায়ল (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, কাম’আত হলো সেই 'মান্না' এর শ্রেণীভুক্ত, যা আল্লাহ বনু ইসরাঈলের প্রতি নাযিল করেছিলেন। এর রস চোখের জন্য শিফা।
بَاب الْكَمْأَةِ وَالْعَجْوَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ، يَقُولُ سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّ ‏ "‏ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى بَنِي إِسْرَائِيلَ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৪৫৪ | মুসলিম বাংলা