কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৪৫১
আন্তর্জাতিক নং: ৩৪৫১
মধু
৩৪৫১। আবু বিশর বাকর ইবন খালাফ (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) কে মধু হাদিয়া দেওয়া হলো, তখন তিনি আমাদের মাঝে চেটে খাওয়ার পরিমাণ করে বন্টন করলেন, আমি আমার চার্টুনির অংশটুকু নিলাম এবং বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে আরো একটু দিন, তিনি বললেনঃ আচ্ছা।
بَاب الْعَسَلِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ الْعَطَّارُ، عَنِ الْحَسَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ عَسَلٌ فَقَسَمَ بَيْنَنَا لُعْقَةً لُعْقَةً فَأَخَذْتُ لُعْقَتِي ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَزْدَادُ أُخْرَى قَالَ " نَعَمْ " .
