কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৪৩৭
আন্তর্জাতিক নং: ৩৪৩৭
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
সব রোগেরই আল্লাহ শিফা দিয়েছেন
৩৪৩৭। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ)..... আবু খিযামাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলো, যে সকল ঔষধ দ্বারা আমরা চিকিৎসা গ্রহণ করি এবং যে সকল তাবিজ মাদুলি দ্বারা আমরা ঝাঁড় ফুক করি এবং যে সকল সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করি, সে সম্পর্কে আপনার মত কী? সে গুলো কি আল্লাহর তাক্‌দীরকে কিছুমাত্র রদ করতে পারে? তিনি বললেনঃ সেগুলোও তাকদীরের অন্তর্ভূক্ত।
كتاب الطب
بَاب مَا أَنْزَلَ اللهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِي خِزَامَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَرَأَيْتَ أَدْوِيَةً نَتَدَاوَى بِهَا وَرُقًى نَسْتَرْقِي بِهَا وَتُقًى نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ ‏ "‏ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বক্তব্যের সারমর্ম হল, আমরা উদ্দেশ্য সাধনের জন্য যে তদবির ও কোশেশ করে থাকি এবং এ ব্যাপারে যে সব উপায় উপকরণ প্রয়োগ করি তার সবকিছুই আল্লাহর নির্ধারিত তাকদীরের অধীন। অর্থাৎ আল্লাহর তরফ থেকে এটা নির্ধারিত হয় যে, অমুক ব্যক্তি অমুক অসুখের দ্বারা আক্রান্ত হবে এবং অমুক ঝাড়ফুঁক বা ঔষধের দ্বারা আরোগ্য লাভ করবে। বিষয়টির উপর চিন্তা-ভাবনা করলে বিষয়টি সহজে অনুমিত হয় যে, তাকদির সম্পর্কিত অনেক প্রশ্ন ও সন্দেহের জবাব রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্ত দু'শব্দ সম্বলিত বক্তব্যের দ্বারা দূর হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: