কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৮. পানীয় দ্রব্যাদীর বিধান

হাদীস নং: ৩৩৮৪
আন্তর্জাতিক নং: ৩৩৮৪
পানীয় দ্রব্যাদীর বিধান
লোকেরা শরাবের বিভিন্ন নামে নামকরণ করবে
৩৩৮৪। আব্বাস ইব্‌ন ওয়ালীদ দিমাশকী (রাহঃ)...... আবু উম্মা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এমন কোন রাত এবং দিন অতিবাহিত হবে না, যখন আমার উম্মাতের কতিপয় লোক, শরাবের ভিন্ন নামকরণ করে, তা পান করবে না।
كتاب الأشربة
بَاب الْخَمْرِ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ عَبْدِ الْقُدُّوسِ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَذْهَبُ اللَّيَالِي وَالأَيَّامُ حَتَّى تَشْرَبَ طَائِفَةٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান