কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩৩৩২
আন্তর্জাতিক নং: ৩৩৩২
কয়েকটি খেজুর একত্রে মুখে দেওয়া নিষেধ
৩৩৩২। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... আবু বাকর (রাযিঃ)-র আযাদ কৃতদাস সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। সা'দ (রাযিঃ) নবী (ﷺ)-এর খিদমত করতেন এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কথাবার্তায় সন্তুষ্টি হতেন, নবী (ﷺ) কয়েকটি খেজুর এক সাথে মুখে দিতে নিষেধ করেছেন।
بَاب النَّهْيِ عَنْ قِرَانِ التَّمْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَعْدٍ، مَوْلَى أَبِي بَكْرٍ - وَكَانَ سَعْدٌ يَخْدُمُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ يُعْجِبُهُ حَدِيثُهُ - أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ الإِقْرَانِ . يَعْنِي فِي التَّمْرِ .


বর্ণনাকারী: