কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৩০১
আন্তর্জাতিক নং: ৩৩০১
দাঁড়ানো অবস্থায় আহার করা
৩৩০১। আবু সাইব সালাম ইবন জুনাদা (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে হ্যাঁটা অবস্থায় আহার করেছি এবং দাঁড়ানো অবস্থায় পান করেছি।[১]

[১] দাড়িয়ে পানাহার করা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে। হানাফী-মযহাব মতে, দাঁড়িয়ে পানাহার করা মাকরুহ।
بَاب الْأَكْلُ قَائِمًا
حَدَّثَنَا أَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَأْكُلُ وَنَحْنُ نَمْشِي وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. বর্ণিত হাদীছে যে হাঁটা অবস্থায় খাওয়ার উল্লেখ আছে, তা দ্বারা মূলত জায়েয বোঝানো উদ্দেশ্য। যদিও তা মাকরূহ, যেমনটা অন্যান্য হাদীছ দ্বারা বোঝা যায়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

হাঁটা অবস্থায় খাওয়া, পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে খাওয়া, পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৩০১ | মুসলিম বাংলা