কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৬. শিকারের অধ্যায়
হাদীস নং: ৩২৪৯
আন্তর্জাতিক নং: ৩২৪৯
কাক সম্পর্কে
৩২৪৯। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ সাপ ক্ষতিকর প্রাণী, বিছা ক্ষতিকর প্রাণী, ইঁদুর ক্ষতিকর প্রাণী এবং কাক ক্ষতিকর প্রাণী।
কাসিমের নিকট জিজ্ঞাসা করা হল, কাক খাওয়া যায় কি ? তিনি পাল্টা প্রশ্ন করেন, কাক কে খায়, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথার পর যে, 'তা ফাসিক'?
কাসিমের নিকট জিজ্ঞাসা করা হল, কাক খাওয়া যায় কি ? তিনি পাল্টা প্রশ্ন করেন, কাক কে খায়, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথার পর যে, 'তা ফাসিক'?
بَاب الْغُرَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الْحَيَّةُ فَاسِقَةٌ وَالْعَقْرَبُ فَاسِقَةٌ وَالْفَأْرَةُ فَاسِقَةٌ وَالْغُرَابُ فَاسِقٌ " . فَقِيلَ لِلْقَاسِمِ أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ مَنْ يَأْكُلُهُ بَعْدَ قَوْلِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " فَاسِقٌ " .
