কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৬. শিকারের অধ্যায়
হাদীস নং: ৩২৪৫
আন্তর্জাতিক নং: ৩২৪৫
খরগোশ প্রসঙ্গে
৩২৪৫। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... খুযাইমা ইব্ন জায্ই (রাযিঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি মাটির অভ্যন্তরে বসবাসকারী প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আপনার নিকট এসেছি। গুঁইসাপ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেনঃ আমি নিজে তা খাই না এবং হারামও করি না। রাবী বলেন, আমি বললাম- ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! যে জিনিস আপনি হারাম করেন না, তা কি আমি খেতে পারি ? আর আপনিই বা তা কেন খান না? তিনি বললেনঃ কোন এক সম্প্রদায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের গঠন এরূপ দেখেছি বলে আমার সন্দেহ হচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! খরগোশ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেনঃ আমি তা খাইও না এবং হারামও করি না। আমি বললামঃ যে জিনিস আপনি হারাম করেন না, তা কি আমি খেতে পারি? আর আপনি তা কেন খান না? ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! তিনি বললেনঃ আমাকে অবহিত করা হয়েছে যে, সে ঋতুমতী হয়।
بَاب الْأَرْنَبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ حِبَّانَ بْنِ جَزْءٍ، عَنْ أَخِيهِ، خُزَيْمَةَ بْنِ جَزْءٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ جِئْتُكَ لأَسْأَلَكَ عَنْ أَحْنَاشِ الأَرْضِ مَا تَقُولُ فِي الضَّبِّ قَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " . قَالَ قُلْتُ فَإِنِّي آكُلُ مِمَّا لَمْ تُحَرِّمْ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " فُقِدَتْ أُمَّةٌ مِنَ الأُمَمِ وَرَأَيْتُ خَلْقًا رَابَنِي " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا تَقُولُ فِي الأَرْنَبِ قَالَ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " . قُلْتُ فَإِنِّي آكُلُ مِمَّا لَمْ تُحَرِّمْ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نُبِّئْتُ أَنَّهَا تَدْمَى " .


বর্ণনাকারী: