কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৬. শিকারের অধ্যায়
হাদীস নং: ৩২২১
আন্তর্জাতিক নং: ৩২২১
মাছ ও ট্টিড্ডি শিকার
৩২২১। হারূন ইব্ন আব্দুল্লাহ হাম্মাল (রাহঃ)...... জাবির ও আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন টিড্ডির ব্যাপারে বদদোয়া করতেন, তখন বলতেনঃ “হে আল্লাহ! বড় টিডিডগুলো ধ্বংস কর, ছোটগুলো হত্যা কর, এর ডিমগুলো নষ্ট কর, তার মূলোৎপাটন কর এবং তার মুখ বন্ধ করে দাও আমাদের কৃষিজ উৎপাদন থেকে (যাতে সে তা নষ্ট করতে না পারে) এবং আমাদের জীবিকা থেকে। আপনিই তো দোয়া শ্রবণকারী।” তখন এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আল্লাহর একদল সৈনিকের মুলোৎপাটনের জন্য আপনি কিরূপে বদদোয়া করলেন? তিনি বললেনঃ সমুদ্রে মাছের হাঁচি থেকে টিড্ডি নির্গত হয়।
হাশিম (রাহঃ) বলেন, যিয়াদ (রাহঃ) বলেছেন, এমন এক ব্যক্তি আমাদের এ বলেছেন, যিনি মাছকে হাঁচি দিয়ে টিডিড নির্গত করতে দেখেছেন।
হাশিম (রাহঃ) বলেন, যিয়াদ (রাহঃ) বলেছেন, এমন এক ব্যক্তি আমাদের এ বলেছেন, যিনি মাছকে হাঁচি দিয়ে টিডিড নির্গত করতে দেখেছেন।
بَاب صَيْدِ الْحِيتَانِ وَالْجَرَادِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا دَعَا عَلَى الْجَرَادِ قَالَ " اللَّهُمَّ أَهْلِكْ كِبَارَهُ وَاقْتُلْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهَا عَنْ مَعَايِشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللَّهِ بِقَطْعِ دَابِرِهِ قَالَ " إِنَّ الْجَرَادَ نَثْرَةُ الْحُوتِ فِي الْبَحْرِ " . قَالَ هَاشِمٌ قَالَ زِيَادٌ فَحَدَّثَنِي مَنْ رَأَى الْحُوتَ يَنْثُرُهُ .
