আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০৬৫
১৯২৬. শত্রুর উপর বিজয় লাভ করে তাদের বহিরাঙ্গণে তিন দিন অবস্থান করা
২৮৪৯। মুহাম্মাদ ইবনে আব্দুর রাহীম (রাহঃ) .... আবু তালহা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন কোন সম্প্রদায়ের উপর বিজয় লাভ করতেন, তখন তিনি তাদের বহিরাঙ্গণে তিন রাত অবস্থান করতেন। মুআয ও আব্দুল আ‘লাও আবু তালহা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীস বর্ণনায় রাওহা ইবনে উবাদা (রাযিঃ) এর অনুসরণ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন