কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৫. জবাইয়ের বিধান

হাদীস নং: ৩১৯১
আন্তর্জাতিক নং: ৩১৯১
জবাইয়ের বিধান
ঘোড়ার গোশত
৩১৯১। বাকর ইবন খালাফ (রাহঃ)..... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খায়বারের যুদ্ধকালীন সময়ে আমরা ঘোড়া ও বন্য গাধার গোশত খেয়েছি।[১]

[১] ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর মতে ঘোড়ার গোশত আহার করা জায়িয। ইমাম আযম আবু হানীফা (রাহঃ) ও হানাফী আলেমগণের মতে ঘোড়ার গোশত মাকরূপ তাহরিমী।
كتاب الذبائح
بَاب لُحُومِ الْخَيْلِ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ أَكَلْنَا زَمَنَ خَيْبَرَ الْخَيْلَ وَحُمُرَ الْوَحْشِ ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩১৯১ | মুসলিম বাংলা