কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৫. জবাইয়ের বিধান
হাদীস নং: ৩১৭৫
আন্তর্জাতিক নং: ৩১৭৫
যে অস্ত্র দিয়ে যবাহ করা যায়
৩১৭৫। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... মুহাম্মাদ ইবন সাইফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ধারালো সাদা পাথর দিয়ে দু'টি খরপোশ যবাহ করে তা নিয়ে নবী (ﷺ)-এর নিকট এলাম। তিনি আমাকে তা আহারের নির্দেশ দিলেন।
بَاب مَا يُذَكَّى بِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ، قَالَ ذَبَحْتُ أَرْنَبَيْنِ بِمَرْوَةٍ فَأَتَيْتُ بِهِمَا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَنِي بِأَكْلِهِمَا .


বর্ণনাকারী: