কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৫. জবাইয়ের বিধান

হাদীস নং: ৩১৭১
আন্তর্জাতিক নং: ৩১৭১
জবাইয়ের বিধান
যবাহ করার সময় উত্তমরূপে যবাহ কর
৩১৭১। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। লোকটি তখন একটি বক্রীর কান ধরে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি বললেনঃ তুমি এর কান ছেড়ে দাও এবং ঘাড় ধর।
كتاب الذبائح
بَاب إِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، أَخْبَرَنِي أَبِي، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً بِأُذُنِهَا فَقَالَ ‏ "‏ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান