কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৫. জবাইয়ের বিধান
হাদীস নং: ৩১৬৯
আন্তর্জাতিক নং: ৩১৬৯
ফারাআ ও আতীরা
৩১৬৯। মুহাম্মাদ ইব্ন আবু উমার আদানী (রাহঃ) ......ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ এখন আর ফারা'আ-ও নাই, আতীরাও নেই। ইবন মাজা (রাহঃ) বলেন, এটা কেবলমাত্র আদানী কর্তৃক বর্ণিত হাদীস।
بَاب الْفَرَعَةِ وَالْعَتِيرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ فَرَعَةَ وَلاَ عَتِيرَةَ " . قَالَ ابْنُ مَاجَهْ هَذَا مِنْ فَرَائِدِ الْعَدَنِيِّ .
