আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪- গোসলের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৮
২০০। পরিচ্ছেদঃ জুনুবী উযু করে ঘুমাবে।
২৮৪। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাযের উযুর মত উযু করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন