কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৬৭
আন্তর্জাতিক নং: ২৯৬৭
ইফরাদ হজ্জের বর্ণনা
২৯৬৭। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর, উমার ও উসমান (রাযিঃ) ইফরাদ হজ্জ করেছেন। [১]

[১] হজ্জ তিন প্রকার। যথা- ইফাদ, কিরান ও তামাত্তো। শুধুমাত্র হজ্জের নিয়াতে ইহরাম বাঁধলে তাকে ইফরাদ হজ্জ বলে। এ ক্ষেত্রে হজ্জের যাবতীয় অনুষ্ঠান পালন করবে।
হজ্জ্বের মাসে প্রথমে উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধলে তাকে তামাত্তো হজ্জ বলে। এ ক্ষেত্রে মক্কায় পৌঁছে প্রথমে উমরা আদায় করবে। অতঃপর ইহরাম খুলে হজ্জের নিয়্যতে আবার ইহরাম বেঁধে হজ্জের অনুষ্ঠানাদি সমাধা করবে।
একই সাথে হজ্জ ও উমরার নিয়াতে ইহরাম বাঁধলে তাকে কিরান হজ্জ বলে। এক্ষেত্রে প্রথমে উমরা আদায়ের পর ইহরাম অবস্থায় থাকতে হবে, তারপর হজ্জের যাবতীয় হুকুম পালন করবে।
بَاب الْإِفْرَادِ بِالْحَجِّ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعُمَرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ أَفْرَدُوا الْحَجَّ ‏.‏