কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৪০
আন্তর্জাতিক নং: ২৯৪০
পবিত্র মক্কায় প্রবেশ
২৯৪০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... ইব্‌ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) উচ্চ ভূমি দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং বের হওয়ার সময় নিম্নভূমি দিয়ে বের হতেন।
بَاب دُخُولِ مَكَّةَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَدْخُلُ مَكَّةَ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا وَإِذَا خَرَجَ خَرَجَ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

মক্কা মুকাররামায় প্রবেশকালে ছানিয়া 'উলয়া দিয়ে প্রবেশ করতেন। একে মা‘লাঃ বা মু‘আল্লাঃ (المعلاة) বলা হয়। এটা মক্কা মুকাররামার বিখ্যাত কবরস্থান। যাকে বিকৃত উচ্চারণে মানুষ জান্নাতুল মু'আল্লা বলে। এ কবরস্থানে উম্মুল মুমিনীন হযরত খাদীজা রাযি.-এর কবর রয়েছে।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররামা থেকে বের হতেন ছানিয়া সুফলা দিয়ে। এ স্থানটির বর্তমান নাম শাবীকা। একে মিসফালাহও বলা হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৯৪০ | মুসলিম বাংলা